দেওয়ালের পাশে এক
মুখ খোলা গুহা
সীমাহীন, সীমান্তহীন
প্রতিদিন ঘুমের ভান করে
অবশেষে চোখ চেয়ে দেখা
ঐ গুহার অন্তরালে
জন্মদাগ খুঁজে নিতে
ভারী আলস্য
ডুব দিয়ে দিয়ে
সাঁতরে হয়ত পার হওয়া যায়
তবে গুহার ভিতরের
পিচ্ছিল পাত্রে রাখা জীবনসুধা
সে হাতে করে বার করা ভারি অন্যায়
ততটাই যতটা আবার ঘুমিয়ে দেখা
বিজ্ঞাপনে ব্যবহৃত স্বল্পবাস সুন্দরী।