কোনো এক সন্ধ্যায়, হয়তো উদাস মনে ভাবি তোমারি কথা।
আর আজীবন হয়তো দেখবো তোমার পথ।
তুমি হয়তো আমার জীবনের শরৎ না হলেও, বোশেখের বিকেল ও নও।।
এ দূরত্ব কিসের?
ভাবনায় না বাস্তবে বুঝে উঠতে পারি না।
এখন তো আর আগের মতো ভালোবাসতে পারি না।
লক্ষ্য করেছো কি, এভাবেই কেটে গেল জীবনের বেরঙ কুড়িটি বসন্ত।।
তোমাকে বলার মতো কিছুই নেই,
তবে শোনানো র মতো অনেক কিছুই ছিল।
হয়তো কোনো নির্ঘুম রাত্রের কারণ, আমি মন কে করতে পারি না বারণ।
সারাক্ষণ যেনো তোমারি চিন্তায় ফিরি।
থাক আজ আর না!
হ্যাঁ তুমি বেঁচে থেকো আমার খাতা আর কলমে!!
বারংবার আসবো ফিরে তোমার জীবনে ঝরে বৃষ্টির রূপ।
হয়তো উন্মোচন করায় প্রথম লক্ষ্য,
তোমার স্বরূপ।।