আজ বৃষ্টিতে ভিজবো বলে
ছুটে যাই পথের ধারে
ঝড়ো হাওয়া, তুমুল বৃষ্টি
আমাকে ফিরিয়ে দেয়
তবু আমি হারিয়ে যাই
দোদুল্যমান মনের ধারায়!
আজ বৃষ্টিতে ভিজবো বলে
দৌঁড়ে যাই সিড়ির প্রান্তে
ধাপে ধাপে প্রতি ধাপে
হারানো স্মৃতি ফিরিয়ে নেয়
আমার অগ্রসর পদক্ষেপ
তবু আমি পালিয়ে যাই
তোমার প্রতীক্ষমান ধারায়!
আজ বৃষ্টিতে ভিজবো বলে
খুঁজে পাই অঝোর ধারা
মানসিক উন্মাদনা বেড়ে যায়
কাছে পাবার প্রত্যাশায়
গৃহবন্দীর মুক্তির আশায়
আমি হারাই বারিধারায়!
আজ বৃষ্টিতে ভিজবো বলে
দাড়িয়ে থাকি দরজার পাশে
তোমার আসার অপেক্ষায়
সময়ের দ্বারে বিস্মৃত আমি
পাইনি তোমায় আমার পাশে তাই
বৃষ্টিতে ভেজা হলো না আমার!