এখ্ন হ্রদয় হাতে নিয়ে ঘুরতে হয় । পুড়ে মরবার ভয় সবসময় । হাতে হয়ত বেশী সময় নেই । তাই তোমার জন্য অনেকটা অপেক্ষাও করতে পারব না । কিন্তু দেখে নিও , আমি থেকে যাব এই প্রকৃতির মাঝে । সেখানে অনন্তকাল অপেক্ষা করতে পারব । তবে ভালোবাসবে কি ?
বল আমায় , ভালোবাসবে কি ? কাছে আসতে হবে না , দূর থেকেই ভালবেসো । রবীন্দ্রনাথের নায়িকার সাজে চলে আসতে চাইলে চলে এসো । গ্রহণ করে নিও এই সাদামাটা ভালোবাসা ।
আকাশ থেকে চাঁদ টা এনে দিতে পারব না । তবে দেখে নিও , পরের জীবনে ঐ চাঁদেই ঘর বাঁধব দুজনে । সেখানে হবে আমাদের সংসার । আর , মাঝে মাঝে মাঝরাতে দুজনে বসে পৃথিবী দেখব !