কর্তাঁপেঁন্নাম,
আমিওঁ আঁপনার মতোঁ
পরলোকেঁ এঁয়ে খুঁজে নাঁ পেঁয়ে এঁ পত্রঁ।
আমারঁ দুঃখুঁ
আঁপনার কলমেঁ আমায়ঁ অমরঁ করেছেঁ।
কিঁছু ছেঁলেপিলেঁ এঁখন আঁমায় এঁকডাকে চেঁনে।
এঁ দেঁশে জমিনদারিঁ ঘুঁচে গেঁছে তবেঁ উঁঠে যাঁয়নি, নেঁতা নামেঁ জাঁকিয়েছে।
এঁখন আঁর সঁখের বাগাঁন কঁরতে নয়ঁ,কাঁরখানা,মঁদের দোঁকান করতেঁ লাগেঁ।
উঁপেন নাঁমবদলেঁ পঁচা,হেবোঁ হঁইছে,
গঁরিবের দুঃখুঁ এঁকই;
শুধুঁ দেঁশ টাঁ ভাঁগ হয়েঁ গেঁল,আমারঁ আঁমগাছ টাঁ
অন্যঁ দেঁশ হঁয়ে গেঁল।
আঁপনাকে জাঁনালাম,এঁখনের নেঁতারা আঁপনাকে
কঁপি কঁরে।
ইঁতি -উঁপেন