তখনও আমি একটি স্বপ্নে বেঁচে থাকতে শিখিনি
তখনও আমার চোখের কোণে প্রেম খোঁজা
হয়নি   তখনও  আমি   আপন করে
বিভোর হয়ে কারোর তরে
এই আমাকে সোঁপতে
জানিনি।

সেইতো
তোমার প্রথম
ছোঁয়া শান্ত আমি অশান্ত
তোমার চোখের প্রেমে ডুবে
আমি বড্ড ক্লান্ত, সেইতো তোমার
চোখে চাওয়া এই আমাকে খুঁজে পাওয়া,
নিদ-জাগরণ সর্বখনে তোমায় কাছে
চাওয়া।   এই আমাকে তোমার
তরে তোমার হাঁসির গোলাম
করে স্ববিশেষে নিস্ব হয়ে
তোমায় ভালবাসা।

এখন আমি
ঘুমের ঘোরে হারিয়ে
যাওয়া তোমায় খুঁজি সূর্যোদয়ের
প্রথম কিরণ তোমায় ভেবে ভুল করি,
তোমার খোঁজে গধুলী রাঙা সূর্যতে
দেই পাড়ি,তোমার খোঁজে
চন্দ্র তারায় আলোর
ছড়াছড়ি।
তোমায় খুঁজি
তোমায় ভাবি তোমার আরাধনা
তোমার নামে কাব্য গাঁথি তুমি আমার সাধনা।

তোমার
ছোঁয়ায় শূণ্য হৃদে
আকাশ-সম পূর্ণতা মেঘের
নামে অহর্নিশ আজ আঁকছে কেবল শূন্যতা,
তুমি হবে আমার জানি তোমায় আমার
হৃদ্যতা তোমার কাছেই ফিরবো
আমি তোমায় আমার
পূর্নতা।
__________________________