"পৃথিবী আবদ্ধ !
            আবরণী গতি যুক্ত "
সে চাইলেও ছিটকে যেতে পারবে না
            নিজের ঘূর্ণন গতির জন্যই ,
মানুষের জীবন এই নির্জীব বস্তুর মতোই
              মায়া প্রীতি স্নেহ যুক্ত
মন চাইলেও মুক্তি নাই
               নিজেকে নিঃস্ব না করার জন্যই।

স্বার্থ , বহুদিন আগেই সৃষ্টি
         সূর্যের চারিদিকে যেমন গ্রহরা ঘুরছে তাপ আলোর  জন্য ,
প্রত্যেক  জীব সেই ধর্ম পালন করে মাত্র,
         সবই তো অধিস্টগত।



নিউটন এর ব্যাখ্যায় তৃতীয় সূত্রে প্রযোজ্য মানব জীবন
    তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে প্রতিক্রিয়া রূপে ।
      

ভালোবাসা,
   জীব বৈচিত্রে এর কু প্রভাব বেশি "বোমার মতোই"।

মায়া,
    সমাপ্ত হয়ে গেছে জরা ব্যাদ এর কৃষ্ণ নিধন থেকে।

মমতা,
       হিংসায় গিলে খেয়ে নিয়েছে 'রাহুর সূর্য খাওয়ার মতোই'।

প্রীতি
    'আমরা সবাই রাজা আমাদেরই নিজের রাজত্বে ।'

সব মিলিয়ে বন্ধু ,
    "নিজেই নিজের ভালোমন্দ বিচার করো ,
               দোষারূপে নয় সত্য মেনে পরাজয় কেই হাসি মুখে মেনে নেওয়ায় জীবন "।