নিরপেক্ষ আমি তাই মন খুলেই বলি
কোরোনা মিছে রাগারাগি।
"তোমার ক্ষতি হলে হবে , তাতে আমার কি ?"
তবুও বলছি শুনে রাখো কানে
খুঁজে নিয়ে মনে , বাচাও নিজ প্রাণে ।।
ভোটের বাদ্যি বেজে গেছে ওগো
খুলে দাও ওগো দ্বার ,
আবারো তো সেই হাজারো বুলির
শুরু হবে দরবার ॥
প্রতিশ্রুতির বাণী সাজিয়ে ...
ছুটছে ওরা ছুটছে ...,
এ 'কটা দিনই দেখার সময়
ক 'টা মানুষ ধুঁকছে ..॥
বাড়ি বাড়ি ঘোরে হাত জড়ো করে ,
বলে, হাসি মাখা ঐ ঠোঁটে ...
'তোমাদের পাশেই থাকতে চাই
কি হবে আমার নোটে' ?
এ বলে আমায়, ও বলে আমায়
দেখিস একটু খানি ,
জিতলে পরে মিটিয়ে দেবো
সকল পূর্ণতা আনি ..॥
কত যে নাটক ,কত অভিনয়
হবে সারা মাস জুড়ে ,
আয়রে সবাই দেখতে তামাশা
থাকিস না আর দূরে ...॥
যদিও নাটকের প্রতিটি অঙ্ক
সবই আমাদের জানা ,
পনেরো আনা ওদের পকেটে ,
আমাদের এক আনা ...॥
প্রচারে প্রচারে ঘেমে একাকার
নেই এতটুকু সময়,
সারাটি বছর দেখা না গেলেও
এখন, কতো না অভয় ॥
হিংসা আর হানাহানি দিয়ে
জিততে মরিয়া সবাই ,
ভালোবাসা দিয়ে মানুষের মন
করা যায় না কি আদায় ?
ভোট মিটলেই নেতারা সবাই
শীতল ঘরেই ঢোকে ,
তুমি আমি আর মেহনতি দল
কেবলই কপাল ঠোকে ॥
নির্বোধ মোরা, লালসার বশে
পুরানো হিসেব ভুলি ,
যদি পাই ওগো একটি কণাও
অতি সযতনে তুলি ...॥
সেই কবে থেকে শুনছি যে ভোট
মানুষের অধিকার ,
বঞ্চিত আজ নিজ ভোট দিতে
হারিয়েছি স্বাধিকার ..॥
তাই বলি শোনো ,চুপটি মারো করোনা "বিষযুদ্ধ" মনে,
চুপ চাপ গিয়ে ভোট দিয়ে দেবে মেতোনা কোনো রণে।