তোমার ভাবনায় ,আমার কলমে ...
কোনদিন ভাবতে পারিনি ,
তোমার থেকেও দূরে যেতে হবে !
কোনদিন ভাবতে পারিনি,
তুমি স্বপ্ন দেখবে অন্যের বুকে !
ভাবনা গুলো সত্যিই ভুল ছিল ,
তাইতো বসন্তেই কালবৈশাখী এলো !!
অবশেষে ফিরে গেলে তোমার পাঁক ঘেঁটে তুলে বদলে দেওয়া হতভাগার বুকে !!
তৃপ্ত হতে,খুশী হতে, অন্তর থেকে !!
অবাক হইনি এতটুকু ,,
এটাই তো হওয়ার ছিল !!
শরৎ এ ফোটা শিউলি প্রেম ,
তাই শীতের আগমনেই ঝরে গেল !!
"ঝড়লো বলেই তুমি মুক্ত "
নিয়ে টোটকা নতুন করে শুরু কর ,
সাফল্য ..............অনবদ্য !!