শোনো শোনো তোমায় ডাকি ,
কথা শোন,আমার কথায় দিয়োনা ফাঁকি।
....
আরে আরে, ছুটছো কোথায়?
    পড়বে না কি থুবড়ে মুখ??
এমন করে ছুটলে পরে, মিলবে কোথায়
       বাঁচার সুখ???
অষ্টপ্রহর তড়বড়ানি ঘড়ির কাঁটার
          লেজ ধরে---
জীবনটা যে টেস্টি বেজায়, চাখলে মজা
            সাধ করে!!
সবার সাথে টক্করেতে নিচ্ছ যত
               পাঙ্গা আজ---
গোমড়ামুখে হিসেব করে
     উতরে না হয় যাবেই কাজ।
ইচ্ছেগুলোয় বাগিয়ে লাগাম ধরছো কষে
             পাঞ্জা টা,
দেখছো না তো গঙ্গাফড়িং,
       কিম্বা ঘুড়ির মাঞ্জা টা।
কিন্তু ভেবে দেখলে পরে
         এদের ছাড়া সুখ কোথায়??
শীতদুপুরের আয়েসি রোদ,
       কিম্বা বর্ষা বিন ছাতায়!!
বলবে তুমি হয়তো রেগে ----
      "ফালতু কথার নেই মানে,
আলসেমিতে গোল্লা পাবে,
       এই কথা কে না জানে!!
শুয়ে বসে দিন কাটালে
               মিলবে লবডঙ্কা যে,
অবসাদে ফেলবে পেড়ে
      হেরে যাবার শঙ্কা যে!"
তবু আমি বলবো ভায়া, একটু খানি
              দাঁড়াও না!
সময়টাকে কব্জা করে
           পাগলামিটা বাড়াও না----
দেখবে কেমন লাগছে মজা
       হাসছো কেমন প্রাণখুলে--
নিতান্ত সব তুচ্ছ কথায়
      উঠছে কেমন মন দুলে।
নিত্যদিনের বাঁচার মাঝে লুকিয়ে আছে
       নানান সুখ----
সামান্য এই টোটকাতে ভাই
      সারিয়ে দেবো সব অসুখ।।