রক্তাক্ত কাশ্মীর !রক্তাক্ত চেচনিয়া ! রক্তাক্ত পাকিস্তান ! রক্তাক্ত মিশর ! রক্তাক্ত সিরিয়া !...
ওরে মানবতা -তুই কি আছিস বেঁচে?
সন্ত্রাসের ঐ করাল গ্রাসে,
কত শত লাশের রাশে-
বিবেক কি তোর পুড়েনি,চেতনারই আঁচে ?
ওরে মানবতা -তুই কি আছিস বেঁচে?
ওরে মনুষ্যত্ব -ঘুমিয়ে আছিস আজো ...
রক্তাক্ত ঐ শিশুর দেহ,
এদের প্রতি এতই মোহ ?
কান্নার ওই আর্তনাদে ,থমকে গেছে বাজ ও ..
ওরে মনুষ্যত্ব - ঘুমিয়ে আছিস আজো ..?
ওরে পিশাচ মন,রক্ত নেশা কেন বারেবারে ?
ধ্বংস লীলায় উন্মত্ত অবিরত ,
করে চলিস সভ্যতারই ক্ষত,
দংশিত ঐ বিবেক বুঝি আছে কারাগারে ....
ওরে পিশাচ মন ,রক্ত নেশা কেন বারেবারে ?
ওরে পাষাণ হৃদয় -অন্তরে কি শুধুই মরুভূমি ?
বিশ্ব জুড়ে শান্তির ভাষা-
বিলুপ্ত প্রায় সকল আশা !
ক্ষমতায়নের লোভ লালসায় চলছে রঙ্গভূমি ,
ওরে পাষাণ হৃদয়-অন্তরে কি শুধুই মরুভূমি?
সন্ত্রাসের ঐ মারণ-খেলায় আমরা অসহায়,
জীবন নিয়ে রক্তের হোলি,
প্রতিনিয়তই হচ্ছি বলী ...
বাদ যায় না নিষ্পাপ শিশু নির্মম যন্ত্রণায়,
সন্ত্রাসের ঐ মারণ-খেলায় আমরা অসহায় ..॥
আয় না সবে খুঁজে বেড়ায় ভালোবাসার মানে ,
হিংসা,দ্বেষ কে সরিয়ে রেখে ,
বন্ধুত্বের সোহাগ মেখে ....
বিশ্ব জুড়ে মানব ধর্ম, জাগায় জাগরণে ;
আয় না সবে খুঁজে বেড়ায় ভালোবাসার মানে ॥
................