বিষয়:- গদ্য কবিতা
|| মস্তিষ্কের ধর্ষন ||
কলমে: মনভাষী
কে সে মায়াবিনী ?
পূর্ণ যৌবনা - চোখে অদ্ভুত গভীরতা , কাঁধ আর সারা পিঠ জুড়ে লম্বা কোঁচকানো চুল , টিপসে যাওয়া গাল, উত্তোলিত নিতম্ব , শ্বেত শুভ্র চকচকে মসৃণ দোহারা শরীর ,বর্তুলাকার মুখশ্রী , মুখ ভরা মায়াবী হাসি , মেদের লেশ মাত্র নেই পরনে হালকা হলুদ রঙের ছাপ্পা সিল্কের আঁচ দেওয়া কোঁচা করে শাড়ি - আঁচলের একপ্রান্ত পয়োধর এর ওপর দিয়ে পিছনে গোঁজা।
কুচ যুগল উতল হয়ে শোভিত । আহা তার রূপের প্রশংসা বর্ণিত করা সাধ্য নেই আমার ।
দেখা মাত্রই আমার সারা শরীর কেঁপে কেঁপে উঠছিল। কাম , লোভ আর ঈর্ষা ছাঁপিয়ে পড়ছিল আমার স্বরগরাজ্যে র জলাধার থেকে । খুব কষ্টে নিজেকে সামলাতে হয়েছে কঠিন মৌন নীলাম্বরী যন্ত্রণায় আর সমাজের চোখে নিজেকে কলঙ্কিত করার ভয়ংকর লজ্জায় ।
তবে কি সত্যি আমার মস্তিষ্কের ধর্ষন হল ?
আমার মস্তিষ্ক নগ্নতা, অশ্লীল পোশাক পরিহিত নয়। তবে কেন সে আমার মস্তিষ্ক ধর্ষন করলো ?
(উপমা - পোশাক ধর্ষনের কারণ নই)