ঘন কালো মেঘে যদি
                হঠাৎ বজ্র বিদ্যুৎ ফেটে পড়ে....
নিজেকে ভেজাতে পারবে তো?

মহনার বালু চরে
               জোয়ারের ঢেউ যদি আছড়ে পড়ে....
নিজেকে ভাসাতে পারবে তো?

অন্ধকার রাতে যদি
                  বিদ্যুৎ লুকিয়ে পড়ে......
নিজেকে খুজে পাবে তো?

কোকিলের কুহু ডাকে
                  যদি বসন্ত মেতে ওঠে....
নিজেকে সামলাতে পারবে তো?

নিশানার তীর যদি
                 দিক বেয়ে ছুটে আসে.....
ঢাল হয়ে বাঁচাতে পারবে তো?

সংসারে অঘটনে
                  ঝেমেলা ঝনঝাটে......
নিজেকে মানাতে পারবে তো?

মধু ময় প্রেম জুড়ে  
                    হৃদয়ের অনটনে.......
নিজেকে লিপ্ত রাখবে তো?