গুণ গুন ভ্রমর এর সুর মন দেয় দোলা
সাতপরী উলগানে হৃদয় বয়ে যায় সারা বেলা,পুষ্প বৃষ্টির ঢলে
সবই প্রকৃতির খেলা ।।
হৃদয়ে আগুন থাকলে
জ্বলবে ই জেনো একদিন, ছাই হয়ে যাওয়া ধূপ কাঠি
সৌরভ রেখে যায় চিরদিন ।।
প্রদীপের বুকে সলতে টা
আলোক জমিয়ে রাখে চিরকাল, ঝোড়ো হাওয়া রাত শেষে
বয়ে আনে শুভ্র সকাল ।।
বিবর্ণ হয়ে যাওয়া ইচ্ছেটা
ডানা মেলে উড়ে অবশেষে, ফুলের ঠোঁটে তে রেখে ঠোঁট
মধু চুমে প্রজাপতি ভালো বেসে ।।
কোকিলের কুহু তানে
বসন্ত পায় ফিরে প্রাণ, পলাশের লাল রঙে
কবি প্রাণ হয় আনচান ।।
প্রকৃতির থেকে বড়ো কবি
আর নাই কোন খানে, নিত্যনতুন কবিতা রা
প্রাণ পায় জীবন তুলির টানে ।।