বাংলা আমার মাতৃ ভূমি , বাংলা আমার প্রাণ
কালবৈশাখী ভোটের ঝরে ,কেন হর্ষ মায়ের মান।

চারিদিকে আজ ছড়ানো ছিটানো লাশের সারি।
পোড়া মাটিতে পুড়তে থাকে লাল রক্ত।
নিতান্ত অবহেলায় ভেসে যায় স্বপ্নের দল।

যে গেছে সে যাক আকাশে উড়ে!
বুলেটের উষ্ণ ধোঁয়ায় পুড়ে যায় ব্যালট।

দূরে দেখা যায়  আকাশের কোণে শকুনের দল।
উড়ছে আর ঘুরপাক খাচ্ছে।

দেখতে থাকে তাজা পোড়া লাল রক্ত।
যুদ্ধ জয়ের হাসির চিলতে রেখা ধরা পড়ে,
কিছু শয়তানী মুখে!

আজ এই পোড়া গণতন্ত্রে শুধু মানুষেরই লাশ।
শকুনের হাসি আজ ধরে না।

ছেঁড়া পোড়া ব্যালটের মাঝে পুড়ে যায়,
ভবিষ্যৎ প্রজন্ম।
মানুষের দাম নেই সেখানে।

হায় এ গণতন্ত্র......!
--------------------------------------------