কে তুমি ?
   কিবা তোমার পরিচয় ?
মাঝে মাঝে নিজের পরিচয় খুঁজতে গিয়ে
   আমি বেশ ভাবুক হয়ে পড়ি,
সত্যি তো কে আমি !
   পরিচয়টা ঠিক কিভাবে দেয়া উচিৎ?

আমি পিতার চোখে
  ধরণীর শ্রেষ্ঠ সন্তান; সহজ, সরল, অমায়িক।
মায়ের দৃষ্টিতে
  আমি বোধহয় ঝর্ণার জলের মতন স্বচ্ছ !

প্রেমিক হিসেবে হয়ত প্রেমিকার কাছে
   বেশ রহস্যময়,অজানার জটিল এক উপন্যাস।

নিজের পরিচয় নিয়ে
আমি নিজেই গুলিয়ে যাই ভেবে ভেবে,
আমি আসলে কেমন?
  আমার বৈশিষ্ট্যই বা কি!

সমাজের দৃষ্টিতে
আমি একজন বাঙালি কর্মজীবী সুপুরুষ,

গোলকধাঁধায়
কত খোঁচা রাস্তা খালি পায়ে পার হই দিবারাত্রি
অথচ আমি তো সেই 'মানুষ' হতে চেয়েছি,
সুস্থ মনবৃতি নিয়ে বাঁচা যার অধিকার ।

খুব ভেবে আমি আবিষ্কার করি আমার নিজেকে,
হ্যাঁ ,আমি এক দূষিত ভুবনের পিলার।

আভিধান অনুসারে সমাজ ভক্ষকদের সঙ্গী,
কিবা করতে পারি ? ছানিপরা  চোখের অভিনয় ছাড়া ?

বেঁচে থাকা অর্থে যে সুখ দুঃখ আর একরাশ স্বপ্নের মিলিত গল্প।
আমি কখনো স্বচ্ছ, কখনো জটিল, কখনোবা বেশ হিংসুটে,


সততা আবিষ্কার করতে গিয়ে বারংবার থেমে যায় মহাকাল,  আমি তো অতি তুচ্ছ মাত্র ।

সত্যি আমি রাত্রির মতন আঁধার, আমিই রৌদ্রজ্জ্বল নতুন সকাল