হে রণবীর ,
মহৎ কর্ম ,সৎ সঙ্গ , অভিভূত ন্যায় কি ?
গান্ধারী অন্ধ হয়ে স্নেহান্ধ ধৃতরাষ্ট্র পুত্রদের অত্যাচার সহ্য করে মমতায় আঁচলে অবিরত।
অনাচার ঝড়ওঠে,
বিশ্বাস অবিশ্বাসের মহীরুহ
কেঁপে ওঠে।
যেকোন মূহুর্তে ধরাশায়ী হবে।
প্রতিবাদহীন ক্লীবের মত
,নিজের সুখের বাবুইপাখির বাসা
রক্ষা করে চলি, সন্তর্পনে
ধর্ম আর অধর্মের যুদ্ধের কুরুক্ষেত্র
ভিজিয়ে দেয়, নিরীহের শোনিত।
ভালবাসা অন্ধকারে কাঁদে
ক্রমশ পাপ সমুদ্রের নোনা জল
ডুবিয়ে দিচ্ছে সভ্যতার অস্তিত্ব।
ইতিহাস যদি ফিরে আসে আবার
নতুন করে, অপেক্ষা করি আসবে
বিদ্রোহী অর্জুন, ন্যায় গান্ডবী টন্কার
তুলে, অন্যায় শরশয্যা শায়িত,
সমাজ ভীষ্মের পিপাসা মেটাবে
ন্যায়...
এর জলধারায়।।