তোর বুঝি এখন বয়স ষোলো -
আড়ালে কটা পুরুষ পাগল হলো ??

বিয়ের জন্য বুঝি  বাবা -
দেনা করলো আর জমি বিচল ??

ও মেয়ে তুই থমকে গেছিস -
গয়না শাড়ির ভাঁজে ??

এখনো কি ঘোমটা মাথায় -
ঘরের কোণে কাজে ??

ভাবনা কি তোর সাজুগুজু -
বিউটি পার্লার - ফেসিয়াল ??

ঘরের মাঝে আজো কি তোর -
মধ্যযুগীয় দুর্ভেদ্য দেওয়াল ??

      "ভেঙে ফ্যাল্ ! সব ভেঙে ফ্যাল্ ! "

ভাবনারে মেলে দে তুই ,
নীল আকাশের দেশে .....

সাগর সমান হৃদয় কর ,
সবারে ভালোবেসে ।

সংসারে তুই যে সার ,
বুঝিয়ে দে ক্ষণে ক্ষণে ..

করুনাময়ীর  স্নেহ দিয়ে,
আপন করে না সার্বজনে।

মমতাময়ীর মূর্তি ধরে ,
শক্তিরূপিনীর বেশে --

নবজাগরণের গান গেয়ে যা
সকল দেশে - দেশে ।

কপিরাইট ® অজয় কুমার দে