ধর্ষিতা শিশু কন্যা
দৈনিক শির খবর,
মানুষরূপী জানোয়ার যত
দেখিয়ে চলেছে দাপর।

আর কতদিন আসিফারা,
শিকার হবে দেশে
আর কতদিন বাঁচবে ওরা
ভন্ড সাধুর বেশে।

আট বছরে স্তনও ওঠেনি
জানেনা যোনির মানে ,
তোমরা সবাই তাও ছাড়োনি
মারলে তাকে প্রাণে।

দেবালয়ে পূজা করো রোজ
জল ঢালো শিবলিঙ্গে ,
যৌনক্ষুধাও আটে জাগে!
বরফ ঢালো আপন যৌনাঙ্গে।

কেমনে ওঠে যৌন তৃষ্ণা
কন‍্যা সম শরীরে ,
কেমন করে লোহার ফলায়
বিদ্ধ করো গভীরে।

বিশ্বপিতা নেই বুঝি আর
চোখে বুঝি অন্ধ !
হে মানব! মানুষ হও এবার
এসব করো বন্ধ।