জীবন স্রোতে ভাসিয়ে মন
পেলাম শুধু দুঃখ ,
সুখের পরশ প্রাণ পেলো না
পেলো শুধু কষ্টই ।
অঙ্কে ছিলাম অধৈর্য ,
উত্তর যে এলই না..
জীবনের যে অঙ্কগুলো
এখন দেখি মেলেই না।
ভূগোল শেখায় বিশ্ব কথা..
সূর্য, গ্রহ, শূন্যে ভাসে,
পৃথিবীটা গোল বলেই
হারানো মানুষ ফিরে আসে।
ইতিহাসের পাতা শুধু
ক্ষমতা দখল লড়াই ভরা!!
মানব মনের ইতিকথা
বহযত্নে লিখবে কারা?
বিজ্ঞান আর প্রযুক্তি তো
আনে আমূল পরিবর্তন ..
অনুভূতি ও আবেগগুলোর
কেন হয়না বিবর্তন ?
সাহিত্য আজ আপন লাগে..
কল্পনা সব মিথ্যে হয়?
জীবন নিয়ে গল্প হলেও ...
উপন্যাস ও সত্যি হয়।।