বৈশাখে তে হও গো উদয়
ফেটে উঠুক অন্ধ আকাশ...
হিংসা জ্বালা ভুলুক হ্রদয়
সুন্দর হোক ধরণীর বিকাশ।
দুর্গামার হাতে ব্যথা
আল্লা নিচ্ছেন বিশ্রাম --
প্রভু যীশু পাননি ইসু
ঘুমিয়ে আছেন রাম !
মন্দির ,মসজিদ ,দরগা, গির্জায় --
পাথর ও হার মানে ,
ছোট্ট শিশুর আর্তনাদ --
পৌঁছায় না তো কানে !
হুল ফোটানোর আর্তনাদ ,
রক্ত চোষার যন্ত্রণা --
চোখের জলে পাহাড় কাঁপে
সাক্ষী বোবা কান্না !
কোথায় আজ ঈশ্বর তুমি ?
ঘুমিয়ে কেন ওঠো !
সন্তানহারা আর্তনাদে
এবার তুমি জাগো ।
স্বার্থ শুধুই স্বর্গলাভ --
অসুর নিধনে ??
স্বার্থ কেবল সেবা গ্রহণ ?
নন্দন কাননে !
অনেক হয়েছে সেবা গ্রহণ
অনেক হয়েছে ক্লান্তি ,
অসুর নিধনে মর্ত্যধামে
ফেরাও পরম শান্তি ।