হৃদয় আকাশ বালুচর হয়ে,
শুকিয়ে যাচ্ছে তরুলতা,
স্নেহের পরশ দেনা ছুঁয়ে
বিরাজিত হয়ে সীতা..।।
ঝরবি যখন ঝরেই যা না
করিস কেন কৃপণতা
অভিমানী ওই হৃদয়ে
রাখিস কেন গোপনতা ?
ভিজিয়ে দে না রাগ অনুরাগ
ভাসিয়ে দে না মন ,
ডুবেই যা না প্রেম যমুনায়
আছিস যতক্ষণ ...॥
বুকের মাঝে কালো মেঘে
হোক না প্রবল বৃষ্টি ,
ধুয়ে মুছে যাবেই চলে
সকল অনাসৃষ্টি ..॥
নতুন প্রাণে বাঁধ না রে ঘর
মনের শিকল নিয়ে ,
জড়িয়ে ধরিস হৃদয় বাঁধন
স্নিগ্ধ আদর দিয়ে ...॥