জানি আমি দোষী
      তবুও একটায় কথা বলবো
তোমায় বড্ড ভালোবাসি।

ভাবিনি তোমার অশ্রু মন্থন করে
       লিখতে হবে কবিতার ছন্দ
ভুলের মাশুল গুনতে হবে পরে ।

দৃঢ় বিশ্বাস ভেঙে হয়েছে চুরমার
        নিজের দোষ না খুঁজেই
করেছি বদলানোর হুঙ্কার।

তোমার ভালোবাসা দেখে লাগছে ভয়
         নিজের লজ্জা হয়
হারতে চায় , হারাতে নয়।।