"ঘুনধরা এ সমাজ 🕳"
#অজয়
প্রতিটি মানুষ সাজায় জীবন,
রংধনুর স্বপ্নিল সাদা কালো নয় নানান রঙে।
কেউ সাজায় নিজের জীবন,
সূর্যের আলোর ট্র্বর রঙে।
কেউ সাজায় নিজের জীবন,
জ্যোৎস্নার আবেসি রঙে।
আমি সাজিয়েছি জীবন,
কৃষ্ণের কুহেলী রঙে।
আমি তো আছি আধারে,
আমি তো নেই কোন খানে,
আমি কি হারিয়ে গেছি,
কোন নিদারুণ অন্ধকারে।
যদিও থাকি তোমদের মাঝে,
বল কি লাভ হবে এই থেকে,
আমার প্রিয়ে তো আমাকে ডাকে,
অন্ধকারের ভেলার মাঝে।
যেখানের সমাজের নেই মানে,
তাকে সুধাই আমি ক্ষণে ক্ষণে।
অগো মোর প্রানের প্রিয়ে,
চলো বেরিয়ে পরি আলোতে।
সে হাসে আর সুধু হাসে,
বলে তুমি সমাজ বল কাকে,
আগুন ধরানো হয় যেখানে,
সামান্য স্বার্থের জন্যে
যাত্রী ভর্তি বিশাল বাসে।
যেখানে জীবন্ত মানুষকে ,
পিটিয়ে মারা হয় নির্বিচারে।
যেখানে বিনাবিচারে পচে মরে,
শত শত মানুষ হাজতে।
যেখানে নিজের ক্ষমতা দেখাতে,
অপরের বুকে গুলি চলায় এজিদে।
যেখানে হাইব্রিড বুদ্ধি জীবীরা,
নিজের বিবেক কে বলির
পশুর মত করে গড়ে তোলে।
তাদের বিবেকে পুস করা ক্যামিকেল,
টেনে বের করে নিলে
অসার হয়ে পরে থাকে,
কংকাল সার বুদ্ধি, জ্ঞানের উঠানে।
যেখানে বিনা বাধায় উলঙ্গ করে ,
আমাদেরই করো মা বোন কে,
শুধু সামান্য কিছু টাকার জন্যে।
যেখানে সমাজ পতিরা হাসে,
নির্লজ্জের বান ভেঙ্গে।
যেখানে রাতের আধারে খুন হয়,
রাস্ট্র পতিরা বিনা হিসাবে।
যেখানে আমলার কামলা না হয়ে,
শুধু নিজেদের টাকার পাহাড় গড়ে।
যেখানে ডাক্তাররা সামান্য টাকার জন্যে,
রুগীর লাশ জিম্মা করে হাপাতাল মর্গে।
যেখানে ইঞ্জিনিয়াররা দেশ গঠন রেখে,
ব্যাস্ত নিজেদের ভাগ্য গঠনে।
এই তো তোমাদের আলোর সমাজ।
এইতো তোমাদের রঙধনুর সাজে,
রাঙ্গানো কোন রঙ্গিন সমাজে।
ধিক তোমাদের এই সমাজ কে,
ধিক তোমাদের বিবেক কে।
তারচেয়ে আমরা ভাল আছি,
আমাদের এই কালো নিঃসঙ্গ অন্ধকারে।  
ক্ষমা করুন  - আপনার সমাজে আমায় পাগল বলতে পারেন ,কিন্তু ........না !