আজ যখন তুমি অনেক বড় হলে
বলো না গো কেমনে তুমি মা'কেই গেলে ভুলে ?
শত বেদনায় তোমায় ছুরেনি যে মা দূরে ,
সেই মা আজ ব্রহ্মাশ্রমে ,বলো ওগো এ তোমার কেমন বিচার করে ?
যার জন্য পেলে মানব জনম , হলে নটবর-তালেবড়ো,
তাকেই আজ দূরে সরিয়ে ফেলে, কেমনে তুমি ওগো নিজেকে সুখী করো ?
জঠরে যে মা বেদনা সয়ে সয়ে , তোমায় দিল সুখ,
তাকেই আজ দূরে ঠেলে দিলে , এক বারো কি কাঁপেনি তোমার বুক ?
যার হৃদয় সুধা পান করে করে , পেলে বাঁচার শক্তি,তাকেই তুমি মায়ার বাঁধনে থেকে বলো ওগো কেমনে দিলে মুক্তি ?
যার শরীরে তিন মহা সুমদ্র- দিলে পাড়ি ,
কেমনে তারে দিলে চোখের জলে ডুবিয়ে , কেমনে দিলে গো আড়ি ?
তুমি যে মায়ের নাড়ী ছেঁড়া ধন, হৃদয় জুড়ে মানিক রতন,আজ সে মায়ের মনে রক্ত ক্ষরণ! কেমনে সইতে পারো ?
যার জন্যে পেলে ওগো হিয়া, হিয়ারে করলে আপন, তাকেই বলো কেমনে তুমি , উপহার দিলে মরণ ?
তোমায় হিয়াও 'মা' যে হবে , তুমিও হবে পিতা , তখন তুমি কি টের পাবো না ওগো পেয়ে অসহনীয় এই ব্যর্থ মা'য়ের ব্যথা ?