আদম ও ইভের স্মৃতি চরিত্রে উপনীত আমি
'কেন নারী আজ শুধুই নারী !'
সভ্যতার বর্বর যুগে জন্ম নিল আদিম মানব,
হল ইভোলিউশন- ফল :আজকের সভ্য মানুষ।
মানুষ নয়, আসলে সে ভীষণ দানব,
গায় সভ্যতার জয়গান, ওড়ায় আলোর ফানুস।
সভ্য মানুষ! নাকি মুখোশের আড়ালে শয়তান? চারিদিকে শুনি নারীর কাতর আর্তনাদ, হাহাকার -
হারিয়ে গেছে ছোট্ট মেয়ের হাসি আর কলতান।
বদলে চাপ চাপ রক্ত, জমাট বাঁধা অন্ধকার,
বন্ধ কামরার দেয়ালে ধাক্কা খায় বাঁচার আকুতি,
চরিতার্থ হয় পুরুষের অদম্য কাম আর লালসার
এ যে সামাজিক ব্যাধি, নিষ্ঠুর পৈশাচিক প্রবৃত্তি,
নেই কোনো সমাধান, নেই আশ্রয় ভরসার।
ওই দেখো, সদর্পে চলেছে মানুষ-রুপী পশুর দল!
নারী দেহ নিয়ে ছিনিমিনি খেলা ওদের জন্ম লব্ধ অধিকার।
কি সাধ্য তোমার প্রতিবাদ কর! নারী তুমি দুর্বল,
বিচার নেই, দণ্ড নেই, নেই শাস্তি, নেই প্রতিকার।
আ! তুমি বড় বোকা! ওরা যে মানুষের ভগবান,
ওরা কল্পতরু, ওদের হয় না শাস্তি, হয় না বিচার।
মনে থাক ভোগের বাসনা, মুখে মানুষের জয়গান -
অবলা নারী! সরব হও, গর্জে ওঠো হও সোচ্চার।
হোক ইভোলিউশন আবারও অস্তিত্বের স্থান
'নারী ,আমি ও নারী !' এই হোক জয়গান।।