বসুন্ধরা ...না সৃষ্টি হোত
জীব .... না জন্মাত
জন্ম...যদি না হোত,
কথা...না ফুটতো,
চোখ...না দেখতো,
কান...না শুনতো,
হাত-পা...অচল হোত,
হৃদয়...পাথর হোত...
এসো!হৃদয়ে হৃদয় রাখি,
বোবার সাথে হই একাত্ম,
জিভ হোক সংযত সর্বত্র।
অন্ধের সাথে হই একাত্ম,
পলক হোক সুন্দর সর্বক্ষণ।
বধিরের সাথে হই একাত্ম,
শব্দপ্রয়োগ হোক স্নিগ্ধ।
খঞ্জের সাথে হই একাত্ম,
হাতে হাত রাখি
ওঁরা ভাবুক আমরা আছি পাশাপাশি।
পৃথিবীটা বড়ো সুন্দর,
সর্বত্র সর্বদা মুক্ত থাক সবার দ্বার।