এক যে ছিল দুষ্টু মেয়ে
বয়স কুড়ি তার এখন।
দেখতে সেরা সবার চেয়ে
স্বপ্নপরির মতন।।
এক যে ছিল দুষ্টু মেয়ে-----
শুনত না বারণ।
গাইত গান গুনগুনিয়ে-----
হাসতো অকারণ।।
বৃষ্টিজলে তার দুষ্টুমিটা-----
বারতো শতগুণে।
মেঘের ডাকে ভাবতো-----
বুঝি বকছে ভগবানে।।
ভিজা চুলে হেলেদুলে------
মুখটি করে ভার।
আকাশপানে চেয়ে বলে-----
ভিজবো না তো আর।।
ক্ষণিকপরে সব ভুলে-----
ফের দুষ্টুমিতে মাতে।
স্বপ্নে ঘুরে ফুলের দেশে-----
প্রজাপতির সাথে।।
নদীর বুকে ডিঙি নৌকা-----
যখন দেখে সে।
পাগলামিটা বাড়ে দ্বিগুণ -----
তারে থামায় কে!
চুপসে গেল দুষ্টু মেয়ে------
কোন সে কারণে।
বৃষ্টিজলে ভিজে না আর-----
থাকে আনমনে।।
হয়ত তার বুকের ভিতর-----
রক্তজল ঝরে।
বৃষ্টি আর ডাকে না যে-----
টাপুরটুপুর সুরে।।