আমার ভাইয়ের রক্তে লেখা
বাঙালির বাংলা ভাষা ।

বাংলা শুধু বাংলা ভাষার
'রক -বাঙালি'  করব সাবার।

জনকূল বাংলা কথায়
ভরপুর বাংলা লেখায় ।

টিভিতে বাংলা দেখি
পাঠ্যে বাংলা শিখি।

বাঙালি   বুদ্ধির   রাজা।
গানটা বাংলা বাজা।

নাচব বাংলা গানে
বুঝবো বাংলা মানে।

চলভাষ বাংলা ভাষায়
কথন হোক বাংলা কথায়।

দোকানে বাংলা বুলি
পূর্ণতা বাংলা ঝুলি।

বাংলায় থাকবে যারা
শিখুক বাংলা তারা ।

অফিসে বাংলায় কাজ
কেন্দ্রেও বাংলার রাজ ।

বাঙালির জয় জয় গান
হোক  বাংলার সেরা  সন্মান ।।