অঙ্গীকার ! অঙ্গীকার
দৃঢ় অঙ্গীকার করে
বাঁচতে ও বাঁচাতে হবে ,
সুন্দর এই জলধী কে।
নির্বিঘ্নে সমুদয় দিনগত হোক
এই অভিপ্রায় শুধু মনেপ্রাণে;
অথচ অসহিষ্ণুরা আগুন জ্বালিয়ে যায়
গ্রামে,শহরে,মহানগরে,এমনকি মহাশুন্যে।
কোথাও তেমন একপ্রস্থ শান্তি নেই
প্রতিবাদী ভাষাদের ভীড় সারা শরীর জুড়ে।
তীব্র ক্ষোভের অনলে অন্তর্দহন অবিরাম;
তবুও আলোর অপেক্ষা এই নীলগ্রহের বুকজুড়ে ।
হৃদয়ের পোড়া ছাইয়ের দিমে দুষণ ছড়াচ্ছে
মুক্তি নেই।পথ্য মেলাও ভার এযুগে !
অস্থিরতা আকণ্ঠ প্রায়, কোথায় আর অব্যহতি?
সমাজের দেহে ঘুন ধরেছে,জীবনের আজ এই গতি।
সদর্প অভিযানে একদল পথ কেড়েছে,
অমানবিকতার প্লাবনে নিষ্ঠার প্রাণ যায় যায়;
কোথাও যেন কুল নেই এমনি এক যুগ হাজির,
স্বার্থচিন্তায় কত রাষ্ট্রাচার ভুলেছে,হিতসাধন তেমন নাই।
তাই উদ্বেগ,তাই আশঙ্কা,তাই অসীম অনিশ্চয়তা,--
এখানে আলো নেই। ঝুঁকির পথে গমনাগমন।
পাওয়া না পাওয়ায় কত স্বপ্ন এলোমেলো...
তাই আশা হতাশার হয় সহমরণ।
সুখ চাওয়ার অভ্যাস বেঁচে আছে আজও
আমরা সব্বাই হয়তো হ্যাংলা।
আশঙ্কার ফাঁদমুক্ত হোক আগামী প্রজন্ম
এই অঙ্গীকার করে অহর্নিশ হোক পথচলা।