কবি কবি বলো তোমরা
আ...আমি তো কবি না.......
ব্যাকুল মন তো নয় স্বার্থ বর্জিত !
কবির মতো অনুভব,অনুভূতি
আমার তো আসে না.......
মন তো নয় গো তম মার্জিত !
কবি মানেই তো জলের মতো
যে পাত্রেই রাখো না কেন.....
সেখানেই সজ্জিত !
কবি মানেই ছন্দের জাদুকর
আমি তো ছন্দহীন.....
আমি তো তারকাটা সেতার !
কবি মানেই ভাষার ভান্ডার
আমি তো ভাষাহীন.....
কিভাবে দেব নদী পার জানি না সাঁতার !
কবি মানেই জ্ঞানের সাগর
আমি তো জ্ঞানহীন.......
অগ্নিদ্বগ্ধ হৃদয় হয়েছে ছারখার !
কবি মানেই তো যেখানে সেখানে কবিতার জন্ম
সেথা আমি জ্ঞান শূন্য.......
আপন বেগে চলি, না খুঁজি দিশা !
কবি মানেই তো সম্মান,শ্রদ্ধা ভক্তি
আমি সেখানে এক রত্তি.....
নিরাশ পাখির মতো হারিয়েছি আশা!
কবি কবি আর বলো না তোমরা
আ.. আমি তো কবি না......
কি করে বোঝায় বলো ভুলে গেছি ভাষা !
অ-কবি যদি বলো তোমরা
সাদরে গ্রহন করবো তা......
কবি বর্জিত ,মন মার্জিত
কবি সজ্জিত , আমি সেতার
ছারখার হৃদয় দিচ্ছে যে সাঁতার,
খুঁজে বেড়ায় যে দিশা ,নিয়ে মনে আশা
অন্তিম হলো ছোট প্রেমের ,কবি কবিতায় ভাষা ।