স্বপ্ন দেখি স্বর্ণ ভারতবর্ষ নিয়ে,আর দিবা রাত্রী
মনে উত্তলিত হয়...
"ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা,
ওসে স্বপ্ন দিয়ে তৈরী সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি,
সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি"।
কাশ্মীর থেকে কন্যাকুমারী,
গুজরাট থেকে অরুণাচল,
এই সীমানাটা ভারতবর্ষ?
এখানে ভারত কোথায় বল?
ম্যাপের মধ্যে খুঁজনা ভারত,
সেখানে আসল ভারত নেই,
শক হুণদল পাঠান মোগল,
আর্য্য খুঁজেছে ভারতকেই।
রাজা রাজরার কীর্তি কলাপ
ইতিহাসে যত লেখা থাকে,
তাদের রাজ্য, ভেবে বলবে
ভারতবর্ষ কোনটা কে?
নদী বিধৌত উপত্যকা,
গিরি কন্দর মরু সাগর,
অরণ্য নিয়ে কিছু জমিজমা,
এটাই ভারত? অবান্তর।
পার্লামেন্টে ভারত থাকে না,
ভোটের রঙ্গে ভারত নেই,
মন্ত্রী মান্ত্রা, বক্তৃতা কত,
আসল ভারত লুকিয়ে সেই।
লক্ষ শহর গ্রামে ও গঞ্জে
ছড়িয়ে রয়েছে ভারতবর্ষ,
চল এক সাথে নিয়ে আসি আজ
একটুখানি তারই স্পর্শ।
আমার ভারত মানে দুটো রুটি,
বালি খুঁড়ে তোলা একটু জল,
হাতুড়ি কাস্তে হাতের মুঠোয়,
হাতের মুঠোয় হাল লাঙল।
আমার ভারত কাঁটাতার ঘেঁষে,
বুলেট বিদ্ধ তাজা জওয়ান,
দাঙ্গার মাঝে বলি হয়ে যাওয়া,
নিরীহ হিন্দু মুসলমান।
কত না তুচ্ছ অজুহাতে এই
ভারতের বউ পুড়ে মরে,
খুন জখম রাহাজানি, নারী
নিয়মিত ধর্ষণ করে।
ডাস্টবিন থেকে খাদ্য কণিকা
খুঁটে খায় রোজ পশু মানুষ,
লক্ষ কোটি টাকায় উড়ছে
ফুর্তি মদের রং ফানুস।
ভারতবর্ষ মানে বেঁচে থাকা,
ওঝা ঝাড়ফুঁক ভুত নিয়ে,
মহামারী হলে, ওষুধ বদলে,
আসবে ডাণ্ডা, সুখ নিয়ে।
কোটি কোটি কত অভুক্ত পেট
ভারতকে চেনে একটা দিন,
আগস্ট মাসের পনেরো তারিখে
পতাকা ওড়ে খুব রঙীন।
কত রকেট উড়ছে আর
ঘুরছে কত স্যাটেলাইট,
কোথায় হয়েছে ক্রিকেটে জয়,
কজন জিতেছে ঘুঁষি ফাইট,
এসব নিয়ে হিসেব কোর না,
সুদিন এখনো বহু দূরে,
জনগণমন গাইবে সকলে
সেই দিন জেনো এক সুরে,
ভারত আমার, জননী আমার,
গেও না, বিবেক দংশাবে,
যেদিন তোমার আমার ভারত
দু বেলা দু মুঠো খেতে পাবে,
লক্ষ লক্ষ মূঢ় মূক
অচেতন সব মুখ কালো,
যেদিন শিক্ষা তাদের মুখের
হাসিতে ফোটাবে সেই আলো,
যেদিন স্বাস্থ্য ফিরে পাবে তারা,
শির়দাঁড়া সব সোজা হবে,
যেদিন আকাশ উঠবে ভরে
সবল শিশুর কলরবে,
সেদিন কুটিল জলধি হইতে
উঠিবে সবার প্রাণের হর্ষ,
সেদিন পূর্ন হবে আমার স্বপ্নের স্বর্ণ ভারতবর্ষ।
জয় হিন্দ
বন্দেমাতারাম🇮🇳