ব্যার্থ জীবন এড়িয়ে সেদিন মেতে ছিলাম পেয়ে স্বর্গ ,ভাবিনি হবে স্থান পাতাল পুরীতে ,মহিরাবর্ণের সাদ হবে পূর্ণ।
আমার মায়াবী অতীতে তোমার সাথে পথ চলা,
তোমার জন্য গাওয়া গান, অকারণ অভিমান,
ছোট ছোট কথা বুনে গল্প, গাঁথে ছন্দ কবিতা,
তোমার গন্ধে পৃথিবী সাজে সৌরভে দিশা খুঁজে পাওয়া!
আমার আকুতী আহ্ববান আমার বুকে
হৃদয় মেতেছে হৃদয়ের গন্ধ শুঁকে শুঁকে।
কান পেতে থাকে সোনালী ঘাসেরা
তাঁরারা চাঁদের, চাঁদোয়া রাতেরা।
যখন তোমার সাথে ছিলো আমার অভিষার,
শিশির ভেজা পৌষের রাতে ক্লান্তিহীন এক পথ!
তুমি ছিলে আমার দ্রোপদী, আমি তোমার জয়দ্রথ।
আমার আঙ্গুলির ভিতরে রেখে তোমার আঙ্গুলি ভীষণ জড়তায়,
জীবনের সাথে মায়াবী সোনালী লতারা যেভাবে জড়ায়,
ঠিক সেই ভাবে। ভাবিনিতো কোনদিন তুমি চলে যাবে।
মায়াবী রথে কেন উঠলে দেবী?