মেতেছে আকাশ শিউলীর গন্ধে
ভরছে ভূমি কাঁশফুলে ,
নাচছে শরীর আগমনীর সুরে
নান্দনিক মনজুড়ে।
এসো হে দুর্গতিনাশিনী দেবী দুর্গা...
রূপকথা থেকে বাস্তব
অশান্ত থেকে শান্ত
পান্ডব থেকে কৌরব
মাটি থেকে দিগন্ত…
তুমি রণচন্ডিকা থেকে মহামায়া
খড়গ থেকে শঙ্খধ্বনি
তুমি অসুরশক্তি বিনাশিনী
মা বাসন্তীকা , তুমি-ই শারদীয়া ।
মাতৃরূপে, পিতৃরূপে, শক্তিরূপে, শান্তিরূপে, বিদ্যারূপে আবির্ভূত এক মহাশক্তি ....
দুর্গতিনাশিনী,মহিষাসুর মর্দিনী
জগত জননী, মঙ্গলকারিনী,
দশশস্ত্রশালিনী ,মধুকৈটভ সংহারিনী
অদ্বিতীয়া , ভবানী, দুঃখহারিনী,
মুক্তিদায়িনী, মহাযোগিনী, শিবানী
মা...
এসো হে মা দেবী দূর্গা।
এসো হে দুর্গতিনাশিনী দেবী দুর্গা ।।