ক্ষুদ্র আশায় বাঁধা হৃদয়
শান্তির স্বস্তি খোঁজে,
ব্যাথা অনুভবে এলোমেলো জীবন
নতুন পেয়ে নব বাসনায় মজে!!
ভালোবাসার প্রথম আবেগ
জড়িয়েছিল মনে ,
মেঘের সাথে লুকোচুরি
বৃষ্টি শিহরণে !!
নতুন প্রেমের চাপান উতোর
দৃষ্টি সুখের লোভে ,
বুকের ভেতর উথাল পাথাল
নয়ন বুঝি ছোঁবে !!
ফোঁটা ফোঁটা বৃষ্টি কণা
আবেগ ডালি সাজায়,
ঐ বুঝি মেঘ আবার এল
মনের ভুবন ডাঙায়! !
শরমিয়া হিয়া র মাঝে
কেমন লুকোচুরি,
নিম্নচাপের কালো মেঘের
হৃদয় জলে ভারী !!
মেঘ তো তবে বোঝে ই নি সেই
প্রেমের গোপন খেলা ,
অপেক্ষা তে বৃষ্টি রোদের ---
মনখারাপ এর বেলা !!
রোদের সাথে সখ্যতা তার
কখনো ভীষণ আড়ি ,
তাই তো রোদের দেখা মেলে
মেঘ প্রেমিকার বাড়ি !!
বৃষ্টি তুমি অভিমানে
বৃথাই কেঁদে মরো ,
মেঘের ভিতর তুমি আছো
তুমি ই তাকে গড়ো !!
নাই বা হল একটু দেখা
দৃষ্টি বিনিময় ,
বৃষ্টি ছাড়া যে অসম্পূর্ণ
মেঘের প্রেমিকার হৃদয় !!
-----------