. সো সো সো ঝড় উঠেছে
মর মর মর ভাঙছে গাছের ডাল
আশ্মিনী ঝড় !
গুর গুর গুর আকাশ বুকে
বিজলি ঝলকানি
ব্রজপাত !
টিপ টিপ টিপ, টুপ টুপ টুপ
গাছের পাতা উঠল দুলে
বৃষ্টির জল !
শন শন শন বইছে বাতাস
অঝোরে বৃষ্টি সমান ভাবে
পূর্বাভাস !
ঝর ঝর ঝর বৃষ্টিধারায়
ডুবলো নদী খাল বিল সব
নিম্নচাপ !
থৈ থৈ থৈ উঠোন জুড়ে
ভাসলো ভূমি অথৈ জলে
বন্যা !
তির্ তির্ তির্ মন-নৌকায়
যাচ্ছে গ্রাম ভেসে ভেসে
স্থানান্তর !
বাঁচাও বাঁচাও বাঁচাও -মরি
দূর দুরান্তে নিরুপায় সব
বন্যাভাসি !
ভো ভু ভো , বাঁচাও বাঁচাও
নাও খেয়ে নাও একটুখানি
বন্যাত্রাণ !
হায় হায় হায় , এমন না হয়
আতঙ্কে সব ২০০০ সাল
বন্যা ভয়ঙ্করী !