উড়ো ঝড়ে পড়ে
কাঁচা চাল নিয়ে
নিভে গেল আঁচটা,
ঝনঝন করে
পথে ভেঙে গেল
দেবুদের কাঁচটা;
মাটি জেঁকে ধরে
শিরীষ সজোরে
ঘেউ ঘেউ ছাড়ে মোড়ে কুকুর দু'পাঁচটা।
বড় ফাঁকা দেখে
উড়ো ঝড় এসে
দেহে জুড়ে দেয় ডানা ,
উড়তে পারে না
মন কান পেতে
শুনে কাদা বৃষ্টির মানা;
হাউ হাউ কেঁদে
হেসে ভাষা বেঁধে
আঁচে কাঠি মেরে জলে সেদ্ধ করে দাণা।
এই ভালো আছে
ঝড়ের খুব কাছে
থাকলে কেউ ভয়
বেড়ে যায় বুড়ো মনে,
কত উড়ে গেছে
আশা পুড়ে গেছে
চোখ নিয়ে কাটে
রাত বেদনার বনে;
উড়ে আসে তার
হারানো সে ছবি
উড়ো ঝড়ে আবার ভাঙ্গা আকাশের কোণে।
কি হবে তা দেখে
হাড় ঝড় মেখে
বুঝে গেছে সব শেষ !
উড়ো ঝড়ে ঘর
উড়ে গেলে আজ
বিপদে পড়বে না তার প্রজা,তার দেশ।।