তুমি কি ভেবেছিলে?
কাকে ফাঁকি দিচ্ছ?
নিজেই নিজের দু'পা খেলে
আজ দু'হাতে দৌড়াচ্ছ।
কেটে যাবে পাপ
না অভিযোগ করে!
ধমনীতে রক্তের চাপ
তুমি কি ভেবেছিলে
নির্ভরশীল তোমার ওপরে!
সময়টা কেটে গেলে
অন্তত অনুতাপ
একহাত নেয় হৃদপিন্ড ধরে।
এটা জানতে না?
ফুসফুস অক্সিজেন খায় মানতে না?
তাহলে
চীৎকার নয় একদম চুপ
তুমি কি ভেবেছিলে
জুতা ধোয়ার জন্য নলকূপ!
মূর্খতার প্রদীপ জ্বেলে
ছড়ালে দুর্গন্ধের ধূপ
ছড়াওনি? তা হলে?
চীৎকার নয় একদম চুপ;
তুমি কি ভেবেছিলে?
সময়টা পাল্টায়--- প্রকৃতি এক সুরে চলে।।