তুইতো জানিস শ্যামলী!
ইচ্ছে আমারও হয়
তোর সবুজ বুক যারা কামড়ে খাচ্ছে
সাময়িক নোংরা উত্তেজনায় ডুবে,
যারা উন্নয়ণের প্রলোভন দিয়ে
তোর রূপ-রস শোষণ করছে
তাদের
জংলী কুত্তাদের মুখে বিলিয়ে দিতে।
ইচ্ছে আমারও হয়
এ দ্বীপান্তরিত জীবনটা ছিঁড়ে
হাতে কলম নিয়ে
বন্যতার দাগগুলো আঁচড়ে-জেবড়ে
সমস্ত মনুষত্ব্যকে
চকচকে আলোর দিকে ঠেলে দিতে।
তুইতো জানিস শ্যামলী!
তোর স্নেহময় স্পর্শ পাওয়ার আকাঙ্খা
হয়ত---সেও এক লোভ!
শ্যামলী!
জানি তোর উষ্ণতা অটুট
জানি
এ দু'পয়সার রক্ষাকর্তারা
মূর্খ-ধূর্ত ব্যবসায়ীরা
তোকে বিক্রি করার দালাল খুঁজছে।
শ্যামলী!
ইচ্ছে আমারও হয়
যে লোহার হাতগুলো
তোর গলা-মুখ চেপে রেখেছে,
যে রাক্ষসগুলো তাদের পোড়া পা
তোর নরম কোমরে পুঁতে দিচ্ছে,
ইচ্ছে আমারও হয়--
কিন্তু এই হিষ্টিরিয়া!!
যখন-তখন যেখানে-সেখানে
আ:! কি লজ্জার!
তুইতো জানিস শ্যামলী!
ওই আনাড়ি ক্ষুধার্তদের
চাবকে লাল করে
জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার মায়ামন্ত্র
আমার জানা নাই।।
কিছু বনান ভুল হলে দয়াকরে সংশোধন করিয়ে দেবেন।এখানে "মা"কে তুই সম্বোধনটা নিতান্তই স্নেহবশত।