তোমরা এই যে
শুধু তোমাদের কথা ভাবছো
চাল কেটে চোর এনে
প্রভাব খাটিয়ে,ভয় দেখিয়ে
টাকার পাহাড়ে পিঠ রেখে দূষিত করছো
সৃষ্টির মাথা সমাজের ফুসফুস,
এই যে পাপের ভয়ঙ্করতাকে অবহেলা করে
ষড়যন্ত্রকে আশ্রয় দিচ্ছো
মিথ্যাকে প্রয়োজনীয় ভাবছো
অপরাধ করছো শিশুদের সামনে স্বচ্ছন্দে।
তোমরা এই যে
শৃঙ্খলাকে অস্বীকার করছো
নীতিকে উন্নতির পথের কাঁটা ভেবে
প্রতিশোধকে প্রশ্রয় দিচ্ছো
চালাককে বুদ্ধিমান ভেবে
চতুরতার কন্ঠ ভরা প্রশংসা করছো,
এই যে সবাই সবার পেছনে ছুটছো
অন্যের সুখ,কষ্ট,স্নেহ,সম্পত্তির
অংশ নেওয়ার জন্য;
নিমেষের তৃপ্তির জন্য
প্রকৃতিকে অমান্য করছো,
এই যে তোমরা প্রচার করছো
"দু'দিনের জীবন,বিলাসিতায় গা ভাসাও"
এই রোপিত বিলাসিতার বীজ
তোমার মতো দু'দিন পর মরবে না!
এ মানবসমাজের সঙ্গে এগিয়ে যাবে,
এই কুশিক্ষার তৈরি ধর্মীয় ইমারত
এই রেখে যাওয়া ঘৃণা,লোভ,শত্রুতায়
বড়ো হতে হবে আমাদের সন্তানদের।
এই যে তোমরা
বর্বর অবস্থায় থাকার ব্যবস্থা করেছো
আগামী প্রজন্মকেও একটা অন্ধকার সমাজে
ছড়ে কামড়ে লড়াই করে বেঁচে থাকার জন্য
দু'দিনের গল্প শিখিয়ে ছেড়ে যাচ্ছো
এই যে তোমরা
সুন্দর শিক্ষা, সুন্দর সমাজ
সন্তানদের দিয়ে যাচ্ছো না

তোমরা ঠিক করছো তো!!