কেন অপেক্ষা করি আমি বৃষ্টির?
আমার বেদনায়
আমার আর্তনাদে
সে কবে সাড়া দিয়ে নেমে এসেছে
আমার দেহে, আমার মনে
আমার মরুর বারান্দায়?
কবে গুরুত্ব পেয়েছে
আমার প্রার্থনা
আমার পূজা
আমার দু'হাত বিছিয়ে দেওয়া আন্তরিকতা?
অসহায় দেখে
দেখে প্রজাদের দলে
যখন সম্রাজ্ঞী হয়ে নেমে আসে
চোখ-মুখ ভরা উপহাস নিয়ে
লক্ষ ফোঁটা অবহেলায় ভিজিয়ে
বলে যায়
তার কিছু যায় আসে না
এক ক্ষুদ্রের ক্ষুদ্র কামনায়!
তখন
কেন অপেক্ষা করি আমি বৃষ্টির?
এ অর্থহীন অপেক্ষা
বুদ্ধিমানকে শোভা দেয় না,
শোভা দেয় শুধু প্রেমিককে।।