তর্ক করায় আমার জুড়ি মেলা কঠিন ভাই
এই দুনিয়ায় জানতে বাকি এমন কিছু নাই!
কোনটা সাদা কোনটা কালা বলতে পারি বেশ
কোথায় পাবে সস্তা ছাগল কোনটা চোরের দেশ!

খুব সহজে বুঝতে পারি বুদ্ধি কত কার
কোন উপায়ে বাঁচবে খুনি সাগর হবে পার!
কোন ডালেতে ফুল ফোটে না কোন মাটিতে দোষ
বলতে পারি চাঁদের পাহাড় হাঁটলে কত ক্রোশ!

আগ বাড়িয়ে তর্ক যদি করতে আসো ভাই
রাগের মাথায় বুঝবে কেনো আগুন ছুঁতে নাই!
কোন ধানেতে চাল কত হয় ভালোই জানি মাপ
কোন কাজেতে পূণ্য কত কোন কাজেতে পাপ!

তর্ক করা বৃথাই হবে পুড়বে শুধু মুখ
বলতে পারি দুঃখ কেন যাচ্ছে কোথায় সুখ!
কার কপালে গ্রহের প্রকোপ কোনটা আসল দিক
বাড়তি কিছু বলছি না যে বুঝবে নিজেই ঠিক!