পার হয়ে যায় দিন
ঢলে যায় রাত,
পার হয় যৌবন
চলে যায় সংঘাত;
পার হয় হাতি-ঘোড়া
পার হয় জ্ঞান ও পড়া
তবুও অবিরত বেদনার উৎপাত।
পার হয় সুখ,সাধ
ঝুলে যায় হাত,
পার হয় সংসার
চলে যায় জাত;
পার হয় পথ-ঘাট
পার হয় রূপ ও খাট
তবুও অবিরত মাথায় বজ্রপাত।
পার হয়ে যায় আশা
খুলে যায় দাঁত,
পার হয় ব্যর্থতা
চলে যায় আঘাত;
পার হয় জল-ফল
পার হয় লক্ষ্য ও সম্বল
তবুও অবিরত স্বপ্নের শবেবরাত।।