রাজ্য জুড়ে
শীতের সৈন্য সহ দানবীয় আক্রমণে
আগুনও কাঁপছে, কয়েকটা অভুক্ত ইঁদুর
দাণা খুঁজছে শশ্য শূন্য খামারে
বিবস্ত্র; চাঁদ রাত অতিক্রম করে
পুকুর পাড় ছেড়ে এগিয়ে গেছে বিবাড় পাড়ার দিকে।
বেয়াদবের মতো মোড় পাহারা দিচ্ছে
মালিকদের দেখেও তেড়ে আসা
উলঙ্গ পাতি কুকুর গুলো !
একমুঠো সম্বল নিয়ে কয়েকটা ছিন্নবস্ত্র ভিখারী
এতো রাতেও কিছু পাওয়ার আশায় হাত পেতে
কাউন্টারের ওপর মাথা ফেলে দিয়েছে,
ঠান্ডাটুকু বুঝতে পারা একটা পাগল
বিড়বিড় করে গরম করছে গামছা ঢাকা শরীর
শীতের কারাগারে।
জমে যাওয়া জলে যেন নড়তে পারছে না
গরম রক্তের মাছেরাও!
যেন শীতের নির্মম আতঙ্কে রাজ্য জুড়ে
বন্দিদশা, রাস্তাঘাটে হেনস্তা হওয়ার আশঙ্কা
হাড় হিম করা হাওয়ার উপদ্রব।
একটা নিজস্ব গরম বিছানার থেকে
আর কি মূল্যবাণ এখন?
আর তা যখন আমার আছে, আমি ভাগ্যবান।।