(একটা গজল দ্বারা অনুপ্রাণিত হয়ে এটা লিখেছিলাম।আজ হঠাৎ পুরোনো ডাইরিটা নাড়াচাড়া করতে গিয়ে নজরে আসায় আসরে প্রকাশ করলাম।)
চোখ খুললাম কিন্তু সে ছিল না
পৃথিবী ছিল
পোড়া আগুন ছিল
ছিল একাকিত্ব আর ঘটনা
চোখ খুললাম কিন্তু সে ছিল না।
দুঃখরা আমাকে ভাগ করে নিয়েছে
নিজেদের মধ্যে
যেন আমি ভাঙ্গা সম্পদ ছিলাম,
যেন কয়েক পা চলার ক্লান্তিতে
বসে পড়ল
তারতো দূর পর্যন্ত সঙ্গ দেওয়ার
কথা ছিল;
পোড়া আগুন ছিল
ছিল একাকিত্ব আর ঘটনা
চোখ খুললাম কিন্তু সে ছিল না।
আমাকে যে আমার যুদ্ধে ফেলে
চলে গেছে
সে কোনো অতিথি নয়
বন্ধু এক পুরোনো ছিল
পৃথিবী ছিল
ছিল উচ্ছাস আর কল্পনা
চোখ খুললাম কিন্তু সে ছিল না।।