আজ হায়!
অপেক্ষায় কাটল
সে আসতে পারলো না
শুধু অপেক্ষায় কাটল
সে আসতে পারলো না,
কত ফুল ফুটল
কত ভ্রমরা জুটল
শ্যাওলা স্রোতে ভাসতে পারলো না
বাতাস বাগানে ছুটল
ঝরা পাতা হাসতে পারলো না
শুধু অপেক্ষায় কাটল
সে আসতে পারলো না,
আজ হায়! রানী ভালোবাসতে পারলো না।।