এখানে ব্যাস্ত প্রতিটা প্রভাত
ক্লান্ত প্রতিটা বিকেল
বাতাসের আঘাত স্নায়ু পর্যন্ত আসে না
লাইটপোষ্টের মাথায়
আটকে থাকা চাঁদ
বুকের উত্তাপ বাড়াতে পারে না
এখানে
চলন্ত ট্রেনের পেছন পেছন ছোটাছুটি
বেশ নম্র ও ভদ্রভাবে।
প্রয়োজন ছিল
এই জঞ্জালপূর্ণ অঞ্চলে আশ্রয় নেওয়ার
এই আত্মরক্ষায় আত্মসমর্পন
মিসিসিপির অরণ্য ছেড়ে।