প্রবেশ কর পিতা!
দ্বরজা গুহার খোলাই আছে
ফুল-চন্দন-গীতা
থাক সন্ন্যাসীদের কাছে
মন্ত্র-তন্ত্র বড় তিতা
ঝুলুক করলার গাছে
আন্তরিক ভালোবাসা নাও
অশ্রুবিন্দুতে দু'চরণ সাজাও
এ মন্দির-মসজিদ নয়
এ শরীর গুঁজে রাখার আশ্রয়
প্রবেশ কর পিতা!
হৃদয় স্বপ্নের চিতা
সাজিয়ে রেখেছে।।