যেন তার চোখে
দেহ ডুবে যেতে চায়...
যেন উড়ে যেতে চায়
ডানা মেলে
দূরে,বহুদূরে
হৃদয়-- সবুজ স্বপ্নের খোঁজে,
ভেঙে পড়া জীবন
যেন তার আদরের লোভে
চঞ্চল হয়ে
সুর ছেড়ে,ভাষা জুড়ে
নাচতে থাকে নরম হাওয়ায়।
তার বুকে আশ্রয় নিতে
হাত ছড়িয়ে বেড়ায়
শত শত কৃষ্ণচূড়ার কুঁড়ি
যেন নির্জন উঠোনে।
তার স্পর্শ পেতে
ব্যাকুলতা সীমান্ত পেরিয়ে
নীল আলো মেখে
যেন ফুটে ওঠে
এ রক্তে,
যেন বিরহের গল্প এক
হঠাৎ সন্ধ্যায়
চুপচাপ শেষ হয়ে
ঘুমিয়ে পড়তে চায়
আঁচলের সৌরভে তার।