চল
যাই চলনা উড়ে
দেওয়ালের শহর ছেড়ে
দূর--ওই নদী-পাহাড়ে।
দেখ
নাচে ঝর্ণার জল
দেখ
বায়ু ধূর্ত প্রবল
পথে পলাশ গড়ে।
শোন
ওই পাখিদের ডাক
শোন
কাজ আজ থাক
এই
বুকে হাত রাখ
ওই
মেঘেদের কোলে চড়ে।
দেখ অরন্যের ফুলে
কত ভ্রমরার খেলা
দেখ হৃদয় খুলে
কত স্বপ্নের মেলা
আজ রক্তের জ্বালা
তোর
শরীরের ভাষা পড়ে।
শোন
তারা ডাকছে কাছে
শোন
দুজনের যাওয়ার আছে
চল
আজ চলনা প্রিয়া
এই শহর ছেড়ে
--ওই নদী-পাহাড়ে
দেখ
ঘাটে দাঁড়িয়ে খেয়া
দেখ
এ জীবন আলেয়া
মৃত্যু আসছে তেড়ে।
চল
আজ
এক হয়ে যাই
চল
তোকে আগুনে সাজাই
ভেসে ভালোবাসার ঝড়ে।।